সভাপতির বাণী

শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানবতার পরিপূর্ণ বিকাশ এবং দেশ ও জনগণের কল্যাণ সাধন। সঠিক শিক্ষা দিতে পারলে সুদক্ষ জনশক্তি গড়ে উঠবে, যারা দেশ ও সমাজ-সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে আগামীর পথে। সঠিক শিক্ষার অন্যতম অনুষঙ্গ হিসেবে ভূল্লী ডিগ্রী কলেজ তাদের নিজস্ব নামে যে ডায়নামিক ওয়েবসাইট তৈরী করেছে যা একটি প্রশংসনীয় উদ্যোগ। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে এই ওয়েবসাইটটি সহায়ক হবে বলে আমার বিশ্বাস।

বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হয়ে দাড়িয়েছে। একবিংশ শতাব্দীর চেলেঞ্জ মোকাবেলায় স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠানের একান্ত প্রয়োজন। ২০৪১ সালের মধ্যে উন্নত, সম্মৃদ্ধশালী, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ইনোভেটিভ হতে হবে। তাই আমাদের উপর অর্পিত সকল দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। বর্তমান শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত। আত্মকর্মসংস্থানের জন্য তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে। তাই তাদেরকে নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচয় ও ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে পারলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সহজ হবে।

জয় বাংলা

বেলায়েত হোসেন
উপজেলা নির্বাহী অফিসার

সভাপতি, গভর্নিং বডি
ভূল্লী ডিগ্রী কলেজ