অধ্যক্ষের বাণী

আধুনিক বিজ্ঞানভিত্তিক প্রগতিশীল শিক্ষার প্রত্যয়ে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাধীন বালিয়া, বড়গাঁও, আউলিয়াপুর, দেবীপুর ও শুখানপুখুরী ইউনিয়নের মানুষের আবেগ ও ভালোবাসার ঠিকানা “ভূল্লী থানার” অন্যতম বিদ্যাপীঠ ভূল্লী ডিগ্রী কলেজ। ১৯৯৩ সালে কিছু বিদ্যানুরাগী মহৎ ব্যক্তির উদ্যোগে এলাকার সর্বস্তরের মানুষের সর্বাত্মক সহযোগিতায় প্রতিষ্ঠিত এই কলেজটি সুদক্ষ গভর্নিংবডি ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর যৌথ ব্যবস্থাপনায় সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকে এ এ্লাকায় শিক্ষা প্রসারে অনন্য ভূমিকা পালন করে চলেছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর জনগণের দোরগোড়ায় শিক্ষা সেবা পৌঁছে দেবার লক্ষ্যে যাবতীয় কার্যাদী সম্পাদনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ও দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীন সকল প্রতিষ্ঠানের তথ্য অনলাইনে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে জেনে আমি আনন্দিত।
আগামীতেও এই কলেজের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞ শিক্ষকমন্ডলী ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে কলেজটির সুনাম অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী।

আমি এই কলেজের সার্বিক সাফল্য কামনা করি এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারক বাদ।

অধ্যক্ষ
ভূল্লী ডিগ্রী কলেজ

ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও